'তাণ্ডব' পাঠের তাৎক্ষণিক প্রতিক্রিয়া/মন্তব্য: শামীমা আফরোজ
আপনার (আদিত্য আনাম) লেখা বারবার পড়লাম, পড়ছি, আরো পড়ব...
আপনাদের অসামান্য গভীর ভাবনার টুকরো টুকরো কবিতার মুহূর্তগুলো সমুদ্রের জলরাশির মতোন অসীম; সসীম কেবল আমি, পাঠ করতে গিয়ে হোঁচট খাওয়া ছাড়া উপায় নেই যেন!
আমার শব্দরা নেহাৎ অসহায় এমন গভীর অর্থবহ যথার্থতায় ভরপুর লেখাগুলোর মন্তব্যে...!
এখানে দু'একজনের লেখা আগের থেকে পড়া যেমন- কবি অনির্বাণ সূর্যকান্ত দাদা।
প্রথম দু'জনের লেখা পড়ার পর আপনার (আদিত্য আনামের) লেখা আবার বই খুলতেই সামনে চলে এল, নাম দেখে আগ্রহে পড়তে গেয়ে রীতিমতো থমকে থেমে আছি আর নড়ছিনা... দেখা যাক ভাবনা কখন শেষ হয় আমি নড়িছড়ি!
এই বইটা (লিটলম্যাগটা) পড়ার আগ্রহ জেগেছে মূলত হরকরার বিজ্ঞাপনে কবিদের লেখার শব্দ চয়ন, গভীরতা এবং যথার্থ অনুভবে...!
এখন হাতে পেয়ে যতই পড়ছি আমি হারিয়ে যাচ্ছি, বারবার পড়ছি, কোনো কবির লেখা বাদ দিয়ে অন্য কবির লেখায় যেতে পারছি না। যে পৃষ্ঠা খুলছি সেখানেই আটকে যাচ্ছি, এগুতে পারছি কিংবা পারছি না, মর্মবোধে তলিয়ে যদি নিজেকে ফিরে পাই তবে রিভিউ লিখব, না-হয় আমাকে ক্ষমা করে দিবেন মহান কবিগণ।
এমন কিছু একটা পড়ছি যার শব্দের গভীরতায় হারানো সম্ভব ফেরার পথ আপাতত জানা নাই... প্রেমিকের হাত প্রত্যাখ্যাত হবার সুযোগ আছে।
শুভকামনা—তাণ্ডব চলুক প্রেমে, গভীরে...
Tags
বুক রিভিউ