রাত্রিই আমার একান্ত ঈশ্বরি
মাসুদ মুস্তাফিজ
Nice Inches will pleases a lady
আমি অন্তরালে উন্মুখ-
স্বর্পনে কাতর-ঘড়ি আছে কিন্তু সময় নেই
সেই রাত্রির সাথে হোঁচট খেতে খেতে কোমল অন্ধকার আলোর প্রণয় কাহিনি আর
আমার রচিত ভিয়েন কবিতা হচ্ছে বদলে দিচ্ছে সঙ্গমের আয়না-বদলে দিচ্ছে অপরতাই
আমাদের বিচ্ছিন্নতা দেহজন্মের ঈশ্বরপ্রবণতায়, আমি রাত্রির পর রাত্রি বসিয়ে
কবিতার শব্দ-বাক্য-স্তবক, শ্লোকমন্ত্র আর অন্ধকারের নি:সঙ্গতাকে-নির্জনতাকে আপন করছি-
অজস্রস্তন উন্মুখ করে আমার প্রেমের শপথ রাত্রি ঢেকে ফেলে পলায়নদূরত্বের ইশতিহারে
গোপনবসতির শিকড়ে-বাকঁরে গতায়ু অপূর্ণিমায়-জীবনের মর্মর দ্যোতনা স্বপ্নময়শিল্প তাড়নার
গাছে গাছে রাতের হৃদয়ে ঝুলে যায় সহজতা মনের মাটিতে প্রেমের প্রাচীন সংশয় অন্তরীক্ষে
স্থিতু-চাঁদে আলোর বিরহঝড় বয়ে যায় আকাশ থেকে উড়ে আসে অন্তর উড়ে আসে ক্লান্ত প্রাণনাত
আকন্ঠ লতা পাতার লক্ষ্ণীবাই, শরীরশিরা পরাভূত প্রেমিকের কাছে মেঘকন্যার শয্যাসংগীত অতপর
ঘুমের ভেতর যাহারা স্বপ্নকে জাগিয়ে রাখলো অনুভবের ভগ্নাংশে-
আহারে ! ইয়ার্কিবহুল রাতকন্যার যৌবন ! যৌনযুদ্ধের সোডিয়াম রোগ- তোমার দেয়া উজ্জ্বলমৃত্যু আর
কামনা শোকের রক্ত-মাংশ রাত্রির শরীরে বর্শার যতনে রতনে গেথে থাকলো, ত্বক খসে গ্যালো
মাধুর্যে- কবর বন্ধনের অভিসারে-
যুদ্ধে পরাজিত পুরুষ, এই আরোহিত জোছনা ঈশ্বরি হয়ে বেঁচে থাকলো আমাদের ঘুমের ভেতর!