Header Ads Widget

Responsive Advertisement

কবি সাগর ইসলামের ‘দোজখের পারফিউম’

কবি সাগর ইসলামের ‘দোজখের পারফিউম




কবি সাগর ইসলামের 'দোজখের পারফিউম'-এ মধ্যবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনের সংকট, সম্পর্ক, টানাপোড়ন, জটিলতা ও রাজনীতির ব্যাপারগুলি দার্শনিকভাবে উপস্থাপিত হয়েছে। কোনো কবিতার আলাদা কোনো শিরোনাম নাই, সেই হিসেবে পুরো বইয়ের কবিতাগুলি মিলে একটি কবিতা হিসেবেও বিবেচনা করা যায়, কারণ সবগুলো কবিতা-ই পরস্পর সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক। 'দোজখের পারফিউম'-এ কবি কবিতার নানান রূপক ও মেটাফোরের পাশাপাশি নতুন ন্যারেশন তৈরির প্রচেষ্টা করেছেন। জীবনের বাস্তবতার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন যা পাঠকের হৃদয়কে স্পর্শ করবে। বইটি 'অমর একুশে গ্রন্থমেলা ২০২৫'-এ হরকরা প্রকাশন থেকে প্রকাশ পাবে।

-হরকরা প্যানেল (রিভিউ)


বই: দোজখের পারফিউম
কবি: সাগর ইসলাম
প্রকাশনী: হরকরা প্রকাশন
প্রচ্ছদ: সাগর ইসলাম

Post a Comment

0 Comments