প্রসঙ্গ ‘বিজিতের বাইবেল’ এবং আদিত্য আনামের কবিতা: প্রথম কিস্তি
(০১)
আদিত্য আনামের কবিতা মানুষের বিশ্বাস, আস্থা, কিংবদন্তিকে প্রশ্ন করে। উপহাসের ভাষায় ভালোবাসার প্রকাশ করে আদিত্য। তার ‘বিজিত বাইবেল’ কাব্যগ্রন্থ পাঠকের মন জয় করুক।
(০২)
কবি আদিত্য আনাম আপাদমস্তক একজন কবি। আড্ডা প্রিয়, নরম সরম, বিনয়ী মানুষ। কিন্তু তার কবিতাগুলো যেন একেকটা নিউক্লিয়ার বোমা। আঘাত করে সরাসরি মগজে, বোধের জগৎ এ। চিন্তায় এবং হৃদয়ে তোলে প্রবল ঝোড়ো কম্পন।
তো এবছরের বই মেলায় আসছে কবি আদিত্য আনাম এর নতুন কবিতার বই "বিজিতের বাইবেল"।
-জুয়েল কলিন্দ (কবি)
(০৩)
আদিত্য আনামের প্রকাশিতব্য কাব্যগ্রন্থ 'বিজিতের বাইবেল' -এর শ্লোকপর্ব: বিচলিত বিস্ময় অংশটুকুন পাঠ করলাম।
জীবনের জটিলতা, সামাজিক ব্যধি এবং অস্তিত্বের সংকট অত্যন্ত গভীরভাবে এবং চমৎকার সব রূপকে উপস্থাপন করেছেন সেখানে। কবিতাগুলোর প্রতিটি অংশ একটি স্বাধীন ভাবনার রূপায়ণ হলেও, সেগুলো পরস্পর সংযুক্ত; প্রতিটি শ্লোক মানবজীবনের ভিন্ন ভিন্ন বাস্তবতার কথা বলে। কবিতাগুলোতে মানুষের জীবন, সমাজ এবং অস্তিত্বের সংকট অত্যন্ত গভীরভাবে ফুটে উঠেছে। কবি সহজ-সরল ভাষায় তবে তীক্ষ্ণ ভাবনায় পাঠকদের মর্মে পৌঁছানোর চেষ্টা করেছেন ক্রমাগত। ভাষা সহজ হলেও দার্শনিক গভীরতা এতো প্রবল যে ভাবনার জগতে ডুব দিতে হয়েছে বারংবার।
কবি সমাজের ভণ্ডামি, মিথ্যাচার এবং মানবজগতের মানসিক অসুস্থতার প্রতি তীব্র সমালোচনা করেছেন। কবিতাগুলো আমাদের নিজের জীবন ও সমাজের দিকগুলো পুনর্বিবেচনার বার্তা প্রদান করে। কবির দৃষ্টিভঙ্গি, ভাষার সৌন্দর্য এবং দার্শনিকতার সমন্বয়ে এই কাব্যগ্রন্থটি যুগোপযোগী শিল্পকর্ম হিসেবে স্থান পাবে কালের পরিক্রমায়।
Tags
কবিতাগ্রন্থ