কৃষকের ছেলে আমি ফসল আমার নাম/ কবির হোসেন/ আলোচনা/ সাগর ইসলাম



কবি: কবির হোসেন


 কবির হোসেন।

যিনি কবিতার জন্যই জীবনকে উৎসর্গ করেছেন কবিত্বে। কবিতা অনেকেই করেন তথা লেখেন, কিন্তু সব কবিই কবিত্ব করেন না বা যন্ত্রপৃথিবীতে কেউ কেউ চাইলেও হয়ে উঠতে পারেন না। যাই হোক, কবি কবির হোসেনকে নিয়ে এত বাড়াবাড়ি ধরনের বলার কিছু নেই। একটি কথাই তাকে নিয়ে, তিনি কবি, কবি এবং কবি।

তার সাথে এবং তার কবিতার সাথে চিতকাইত হয়ে মিশে দেখেছি, সে এবং তার কবিতা চিতকাইত হওয়ার বিষয় নয়, তিনি এবং তার কবিতা বরাবরই সহজ-সরল অনুধাবনে বাস্তবতায় চলাচল করে। বলা চলে, তার কবিতা তা-ই যেন- সহজ কথাটাই সহজভাবে তুলে ধরার কোমল শিল্পাদর! মানুষের জীবনের সহজ কথাগুলো সহজভাবে কবিতায় বলতে পারাটাই সবচেয়ে বড় স্পর্ধার বিষয় আমার কাছে মনে হয়েছে। তার এই নিজস্ব মৌলিকত্ব তার কবিতার অন্যতম সিগনেচারই বলা যায়। মাটির নির্যাস থেকে এঁটেল-শব্দ তুলে এনে হৃদয়বাড়িতে কুমারগিরি করা সব কবির ধারণক্ষমতায় থাকবে এমনও নয়। কবির হোসেন তা খব সহজেই পারেন।
'কৃষকের ছেলে আমি ফসল আমার নাম' কবিতাগ্রন্থটিতে কবি একেবারেই বাংলার মাটি ও মানুষের জীবনের শেকড়বাকড় তুলে এনেছেন কবিতাচয়নে ছেঁকে ছেঁকে! ফসল উৎপাদন করেছেন অনাবাদি সেসব ফসল, যেসব ফসল হৃদয়ে উৎপাদন হয় কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত জীবন্ত আবহাওয়ায়। দ্বিতীয় স্টেপে কবি রেখে গেছেন জুলাই গণঅভ্যুত্থানের সেসব রাষ্ট্ররক্তের বাস্তবতার খেলা যেখানে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখেছে বৃদ্ধ বাংলাদেশ তরুণ সবুজ বাংলাদেশ হয়ে ওঠার।
কবির এই সাদাসত্য চেষ্টার ফসল পৌঁছে যাক সাদাসত্য পাঠক-হৃদয়ে।
.

Post a Comment

Previous Post Next Post