সাফওয়ান আমিন-এর কবিতা
কমরেড
রক্তের রঙে রাঙিয়ে দেশ
তুই ভেবেছিস এই তবে শেষ?
যারা প্রাণ দিলো নির্ভয়ে দেশেরো তরে
যারা গান গায় হৃদে হৃদে স্বদেশি সুরে
সেইসব প্রাণ তুই করে নিঃশেষ
তুই ভেবেছিস এই তবে শেষ?
শোককে শুষে তারা শক্তি জোগায়
পেষণের বিপরীতে লড়ে সদাই
মানে কেবল তারা সত্য-আদেশ
আর তুই ভেবেছিস এই তবে শেষ?
মুছে সব শোষণ, মিথ্যার ভিত
শোষকের বিপরীতে হয়ে শহীদ
রচে গেল তারা আপনার গীত
মনেপ্রাণে ভালোবেসে নিজের স্বদেশ
আর তুই ভেবেছিস এই তবে শেষ?
রক্তের রঙে রাঙিয়ে দেশ?
Tags
কবিতাগ্রন্থ