মোহনা ইসলাম ডিনার কবিতা

মোহনা ইসলাম ডিনার কবিতা




প্রতিবাদ চৈত্রের তাপদাহে চৌচির মাটিও বোধহয় এতোটা তৃষ্ণার্ত নয়, যতোটা তৃষ্ণায় ওরা খামচে নিচ্ছে, এতো এতো তাজা প্রাণ! আর কতো? শোকে পাথর চোখে কান্না আটকে যাওয়া স্তব্ধতার কালো রঙের ঝাপটায়
অন্ধকারও হয়তো আজ সংশয়ে আচ্ছন্ন! রাজপথে যে লাল রক্তের স্রোত, সে আমার স্বাভাবিক পায়ে বেঁধেছে বেরি, আমার সামনে আজ রক্তের বন্যা। অথচ এ রক্তের একটা ফোঁটা ক্লাসরুমে আমার সহপাঠীর হাত থেকে গড়িয়ে পড়ার আগেই আমি তাকে মুছে দিয়েছিলাম সযত্নে। আর আজ আমার সহপাঠী বিদ্রোহী রক্তের স্রোতে প্রতিরোধের বলয়ে আটকে থাকা
সম্ভাবনাময় জীবনে নিভে যাওয়া এক প্রদীপের নাম! আর কতো? এবার তোরা থাম! আবু সাঈদের রক্তে কেনা যে সংগ্ৰাম, সেখানে এতো তুচ্ছ কেনো রক্তের দাম? মুগ্ধের রক্তে কেনো আবার ভিজলো রাজপথ? আর কতো? আর কতো রক্ত পেলে তোদের বুলেট হবে ক্লান্ত, আর কতো রক্ত পেলে রাজপথ হবে শান্ত? আমি '৫২ দেখি নি, '৭১ দেখি নি। দেখেছি '২৪ এর ভয়ানক কালো মেঘের ধূসরতায় লেপা অকারণ বাড়াবাড়ি। যেখানে থেমে গেছে আমার অনুজের হৃদস্পন্দন, যেখানে কান্নায় আচ্ছন্ন আমার মায়ের চোখের কোণ। আমি বড়ো ক্লান্ত। ওদের সাথে পা মিলিয়ে চলার শক্তিতে আমি পিছিয়ে, তবু সংগ্ৰামের সারিতে দাঁড়িয়ে আমার অনুজের দল আজ ন্যায় সঙ্গত দাবিতে এগিয়ে। ওদের সাথে তাই কোথাও আমিও গিয়েছি মিশে।

Post a Comment

Previous Post Next Post