Header Ads Widget

Responsive Advertisement

দোজখের পারফিউম: সাগর ইসাম

দোজখের পারফিউম: সাগর ইসাম




দোজখের পারফিউম


০১

দোজখের পারফিউম বুকে নিয়ে হাঁটছি, কপালে রোদের ছাতি 

বৃষ্টিফুলে ফুটছে! ডানে বাবা, বাবার দিকে তাকালে বামে 

মায়ের জন্য মায়া হয়; বামে ভাই, ভাইয়ের দিকে তাকালে 

ডানে বোনের জন্য মায়া হয়। পিছনে বন্ধু, বন্ধুর দিকে 

তাকালে সামনে প্রেমিকার জন্য মায়া হয়; আর উপরে 

আকাশ, আকাশে তাকিয়ে সাঁতার দেই কবর সমুদ্রে। এভাবেই 

কাটছে দিকভ্রষ্ট মারবেল কাহিনী! কি নিয়ে দাঁড়িয়ে থাকি 

অপচয় পৃথিবীর সম্বন্ধে? শুধু তো মাছ নয় চোখেরও মেরুদন্ড 

কাটা পরে চেতনার রান্নাঘরে।  

অথচ কথা ছিলো ঝরে যখন যাবেই সবুজ পাতার সাক্ষাত, 

তার কোলে হেসে থাকবে প্রজাপতি বয়ান, কথা ছিলো যে 

হাসির কান নেই সে হাসির নাক পাবে চিনির আলাপে 

পিপিলিকার বিস্তারিত ক্ষমতা। কথা ছিলো ‘কথা ছিলো না 

যেসব কথাদের’ 


০২

জুতার বোটা খুলে গেলে তোমার আঙুলের কথা মনে হয়। 

মুচির দোকানে গিয়ে বলি- সারাজীবন তো ছেঁড়া জুতো 

জোড়া দিলেন সেলাই করে, এবার কাটতে শিখুন। মহান মুচি 

আমার ডানহাতের শাহাদত আঙুলটি ছেটেছুটে কনিষ্ট 

আঙুলের সাইজে আনেন। আঙুলের অবশিষ্ট অংশটুকু আপনার 

মজুরি হিসেবে রেখে দেন। আমার ঐ আঙুলের প্রেম বহু 

আগেই অন্য জুতার ধুলা এড়ানো রুমাল হয়ে গেছে। 


০৩

বুকের ভেতর বহু ফেরাউনের বাস যার কোনো নীলনদ নাই।


০৪

প্রেম গন্ধম ফলের বংশধর। আমি তো আদিম ভিখারী, এখনো 

কেউ ভিক্ষা দিতে আসলে হাত পেতে তোমাকে চাই! 


০৫

মানুষ কিনতে বাজারে গেছিলাম। বাড়িতে এসে ব্যাগ খুলে 

দেখি শুধু চরিত্রটা এসেছে...


Post a Comment

0 Comments