প্রিয়স্য প্রিয়মের প্রতি/ তমসা অরণ্য/ আলোচনা- কবি ঋজু রেজওয়ান
‘প্রিয়স্য প্রিয়মের প্রতি’- নামের মধ্যেই একটা (প্রি+প্রি+প্র) মাদকতা! কবিতা বই বলার চেয়ে ’কথামালিশ’ বলাই শ্রেয়। কবি Tomosha Aronnya এর এই বইটি ছোট ছোট লাইনে লেখা কবিতাগুলি প্রিয়তমা/প্রিয়জনের জন্যই। এ বইতে ওয়ান লাইনার- ২টি, টু-লাইনার- ৬টি, থ্রি-লাইনার- ১১টি, ফোর্থ লাইনার- ১১টি, ফিফ্থ লাইনার- ৫টি, সিক্সথ লাইনার- ৬টি।
প্রতিটি কবিতার স্পিকিং ওয়ে এন্ড মেটাফোরিক স্পিস ম্যাড়ম্যাড়ে মনে হয়নি। তুমিময় কাব্যগ্রন্থে যা সাধারণত দেখি। কবি প্রেমের মাঝেও স্যাটায়ার করতে পারেন, পারেন সুন্দর সুন্দর টুইস্টও।
কিন্তু আমি হোচট খেলাম সূটিপত্র খুঁজতে গিয়ে.... সেখানে লেখা- “এই বই থেকে আশা করা ভূল”। বুঝলাম তাই বলে ভুমিকা নামে জবাবদিহিতা ভালো লাগে নাই। কবির কাজ লিখে যাওয়া, দায় নিয়ে লিখতে গেলে শিল্পের গুরুত্ব হারায়।
”যাবতীয় পরিচয় শূন্যে অস্ত গেলে আমিত্ব
উদয় হয় ইশারায়
এর চেয়ে দীর্ঘজীবি আমরা আর কই।”
প্রতিটি কবিতাই অনেক ভালো লেগেছে, আমি এখন আর প্রেমের কবিতা পড়তে চাই না। কিন্তু এ বইটি আমাকে বারবার উৎসাহিত করছে, তাই আপনিও সংগ্রহ করে পড়তে পারেন।
আলোচনা: কবি: ঋজু রেজওয়ান